প্রতিনিধি
কুপির আগুনে ঝলসে যাওয়া শিশু বৃষ্টি চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুর যন্ত্রনায় ছটপট করছে। গতকাল শুক্রবার দুপুরে তার শরীরে ঝলসে যাওয়া ক্ষতস্থান কর্তব্যরত ডাক্তার ড্রেসিং করার সময় যন্ত্রনায় ছটফট করতে দেখা যায়।
তার মা সালমা বেগম জানায়, ১৫ দিন পূর্বে বালার বাজার এলাকায় তার বাড়িতে রাতে পাতিল থেকে চা ঢালতে গিয়ে কপির আগুনে তার শরীরের অধিকাংশ জায়গায় ঝলসে যায়। আহতবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনিত দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। প্রায় ১৩ দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থেকে চাঁদপুর সদর হাসপাতালে ড্রেসিং করার জন্য নিয়ে আসা হয়। সংসারে অভাব অনটনের কারণে শিশু সন্তানের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খেতে হয়। শুধু টাকার অভাবে পুরোপুরি চিকিৎসা না দিয়ে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। তার বাবা দেলোয়ার হোসেন বহু কষ্টে দিন মজুরির কাজ করে সংসার চালায়। তাই তার চিকিৎসা ও ঔষধের টাকা যোগাতে পারেনি।
চাঁদপুর সদর হাসপাতালে ডাক্তার জানায়, শিশুটি প্রায় ৩০% আগুনে ঝলসে গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলেও টাকার অভাবে তার পরিবার চাঁদপুরে নিয়ে আসে।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।