মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এককুমারী (২১) অবৈধ সম্পর্কে পাঁচ মাসের অন্তসত্ত্বা হয়ে পড়েছে। অন্তসত্ত্বা কুমারীর মা বাদি হয়ে মতলব উত্তর থানায় রোববার মামলা দায়ের করলে গজরা গ্রামের মৃত. মনির হোসেনের ছেলে (ধর্ষক) জসিমউদ্দিন (৩০)কে পুলিশ আটক করে। অন্তসত্ত্বা কুমারীকে ডাক্তারী পরীক্ষা করতে চাঁদপুরে নেয়া হয়েছে। এদিকে আটককৃত ধর্ষক জসিমউদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষক জসিমউদ্দিন বিবাহিত ও দুই সন্তানের জনক।
মামলা সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নয়াকান্দি গ্রামের এক কুমারী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে ৩১মার্চ রাতে ইছাখালী গ্রামের মোয়াওয়ালা পরিত্যক্ত বাড়ীতে ধর্ষন করে। এতে সে অন্তসত্ত্বা হয়ে পড়ে। কুমারীর আচার আচরণ ও শারীরিক অবস্থা দেখে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার বিবরণ দেয়। এদিকে জসিমউদ্দিনকে বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা করতে থাকে। কোন উপায় না পেয়ে ধর্ষিতার মা বাদি হয়ে জসিমউদ্দিনকে আসামী করে মতলব উত্তর থানায় মামলা দায়ের করে।
চাঁদপুর নিউজ সংবাদ