প্রতিনিধি
আগামী ২৯ নভেম্বর বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জোট নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। উক্ত সমাবেশ সফল করার জন্য কুমিল্লার পার্শ্ববর্তী জেলা হিসেবে চাঁদপুর থেকে বিএনপির নেতা-কর্মীরা সেখানে যাবেন বলে জানা যায়। জেলা বিএনপির উদ্যোগে সমাবেশে যাবার কর্মসূচি রয়েছে বলে সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন।
কুমিল্লার সমাবেশে যাবার জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতা-কর্মীদের নিয়ে সহসায় প্রস্তুতি সভা করবেন বলে অপর একটি সূত্র জানায়। কুমিল্লায়ও সমাবেশ সফল করতে চলছে জোর প্রস্তুতি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচনের দাবিতে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে ২৯ নভেম্বর কুমিল্লায় ২০ দলীয় জোটের সমাবেশ আহ্বান করে কেন্দ্রীয় বিএনপি।