কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা-নিশীতা ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়ে ১০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোর ৫টায় কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ারবাজার বিশ্বরোড ও বিজয়পুরের মধ্যবর্তী স্থানে এ দুঘর্টনা ঘটে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পদুয়ারবাজার বিশ্বরোড ও বিজয়পুরের মধ্যবর্তী স্থানে রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলায় ট্রেনটি দুঘর্টনায় কবলিত হয়।
এ বিষয়ে কুমিল্লা রেল ষ্টেশন মাষ্টার আবুল হোসেন মজুমদার জানান, পদুয়ারবাজার বিশ্বরোড ও বিজয়পুরের মধ্যবর্তী স্থানে দুবৃর্ত্তরা রেললাইনের ফিশপ্লেট উঠিয়ে ফেলায় ট্রেনটি দুঘর্টনায় কবলিত হয়। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাকসাম থেকে একটি উদ্ধারকারি ট্রেন আসছে বলেও জানান তিনি।