ফরিদগঞ্জ প্রতিনিধি=
গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী যোগদান করেছেন। সকালে তাদেরকে কুমিল্লায় স্বাগত জানান কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ। পরে তাঁর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের কুমিল্লার আলেখারচর এলাকায় অবস্থান করে বেগম খালেদা জিয়াকে ফরিদগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে স্বাগত জানানো হয়। পরে তারা জনসভায় যোগদান করেন। এর আগে ফরিদগঞ্জ থেকে জনসভায় যোগ দিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রোসহ বিভিন্ন যানবাহনে করে নেতা-কর্মীরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে নেতা-কর্মীরা গাড়িযোগে কুমিল্লা যাওয়ার সময় পথে বেশ কয়েকটি স্থানে বাধার সম্মুখীন হয় বলে তারা জানিয়েছে।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।