এম এ আকিব ॥
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ নিজ মহিমায় সাফল্য গেঁথে যাচ্ছে। বরাবরেরমত এবারও প্রতিষ্ঠানটি কুমিল্লা বোর্ডের অধীনে অংশগ্রহণকৃত কলেজ সমূহের মধ্যে সেরা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮ম স্থান অর্জন করেছে। এছাড়াও জেলার সেরা দশের মধ্যেও ২য় স্থান অর্জন করেছে এ কলেজটি। গতকাল প্রকাশিত মাধ্যমিক ও উচ্ছ মাধ্যমিক শিাবোর্ডের ২০১৪ শিাবর্ষের এইচ এসসি ও সমমানের পরিার ফলাফলে বরাবরেরমত এবারও সাফল্যের ধারাকাহিকতা বজায় রেখেছে চাঁদপুর জেলার অন্যতম এ শিা প্রতিষ্ঠানটি। নৈতিক শিা বিস্তারের লে প্রতিষ্ঠিত এ বিদ্যাপিঠ প্রতিষ্ঠালগ্ন থেকেই নিজ মহিমায় শিার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতি বছরই সাফল্যের মালা গেঁথে চাঁদপুর বাসীকে উপহার দিয়ে চলেছে এ বিদ্যালয়টি।
তারই ধারাবাহিকতায় আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে এবার কুমিল্লা বোর্ডের অধীনে মোট ৪২৮ জন পরীার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ লাভ করেছে। পাস করেছে ৩৯৯ জন। পাসের হার ৯৩ ভাগ। অংশগ্রহণকৃত তিনটি গ্র“পের ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক বিভাগে ৯৫ জন পরীার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, এ ৪২ জন, এ মাইনাস ১৭ জন, বি ৬ জন, সি ৯ জন, মোট পাস ৮০ জন এবং পাসের হার ৮৫ ভাগ। বিজ্ঞান বিভাগে ১৮১ জন পরীায় অংশগ্রহণকারীর মধ্যে ৩৭ জন জিপিএ-৫, ১০৩ জন এ, ৩১ জন এ মাইনাস, ৪ জন বি, মোট পাস ১৭৩ এবং পাসের হার ৯৬ ভাগ। ব্যবসায় শিা বিভাগে ১৫২ জনের মধ্যে জিপিএ-৫ ২২, এ ৭৬, এ মাইনাস ৩৩, বি ১৫, মোট পাস ১৪৬ এবং পাসের হার ৯৬ ভাগ।
এবারের পরিায় কৃতিত্ব অর্জনকারী শিার্থীরা জানায়, আল-আমিন একাডেমির মত এমন একটি প্রতিষ্ঠান থেকে পরিা দিয়ে আমরা পাস করতে পেরেছি বলে নিজেদেরকে ধন্য মনে করছি। কারন দেশের একজন স্বনামধন্য শিাবিদের সুনিবিঢ় তত্বাবধানে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত আলোকিত মানুষ উপহার দিয়ে যাচ্ছে। আজকে আমাদের এই সাফল্যের মুল কারিগরও হচ্ছেন তিনি। আমরা আশা করি মানুষ গড়ার কারিগর অধ্য মাহাবুবুর রহমান স্যারের নেতৃত্বে আগামি দিনে যারা পরিা দিবে তারাও এমন সাফল্য ধরে রাখবে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।