চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের তত্ত্বাবধানে ২৬ জন কৃষি শ্রমিককে কুড়িগ্রামের উলিপুর পাঠানো হয়েছে।
রোববার তাদেরকে মাইক্রোবাস যোগে পাঠানো হয়। এরা সবাই উপজেলার কয়েকটা ইটভাটায় কাজ করতো।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বর্তমান সময়ে লকডাউন চলাকালীন সময়ে সকল ইটভাটার কাজ বন্ধ রয়েছে। ওদিকে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় চলছে ধান কাটার উৎসব। ফলে ওইসব জেলায় শ্রমিক জরুরি প্রয়োজন। তাই উপজেলার ষাটনলে ইটভাটায় কাজ করা কুড়িগ্রামের উলিপুরের ২৬ শ্রমিক আটকে পরে। চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম বার) এর নির্দেশক্রমে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিবের উপস্থিতিতে ও মতলব উত্তর থানা পুলিশের তত্ত্বাবধানে ওই শ্রমিকদেরকে মাইক্রোবাস যোগে পাঠিয়ে দেই।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/