কুয়ালালামপুর থেকে শাহাদাত হোসেন :
মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত বিনতাং’এ বাংলা নববর্ষ ১৪২১ বঙ্গাব্দ উপলক্ষ্যে প্রবাসীদের জন্য এবারের বৈশাখে ভিন্ন রকম আয়োজন করেছে রসনা বিলাস রেস্টুরেন্ট। বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে হাজার বছরের বাঙালী সাংস্কৃতি ছড়িয়ে দিয়েছে প্রবাসীদের মাঝে। পান্তা ইলিশ সহ দেশীয় বিভিন্ন রকম খাবারের আয়োজন করা হয়। সকাল থেকেই সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের মাঝে পান্তা ইলিশের ও দেশীয় খাবার পরিবেশন করা হয়। বর্ষবরণ উপলক্ষ্যে বৈশাখী কনসার্টের আয়োজন করে রসনা বিলাস। কনসার্ট মাতিয়ে গেলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী নাছির। কনসার্টে অংশ গ্রহন করে প্রবাসী বাংলাদেশীরা সহ মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা।
আমরা প্রবাসী যুব সংঘ: কুয়ালালামপুরে সামাজিক সংঘঠন “আমারা প্রবাসী যুব সংঘ” পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজন করেছে এক ভিন্ন রকমের মিলন মেলা। সকালে সবার মাঝে পরিবেশন করে পান্তা ইলিশ সহ দেশীয় খাবার। আমরা প্রবাসী যুব সংঘ সকল সদস্য বৃন্দের মাঝে র্যাফেল ড্র এর মাধ্যমে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সহ বিভিন্ন রকম সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়া রাজধানী কুয়ালালামপুরের প্রায় সকল বাংলাদেশী রেস্টুরেন্টগুলো নববর্ষ উপলক্ষ্যে বিশেষ খাবারের আয়োজন করে। পহেলা বৈশাখ উপলক্ষ্যে “রেস্টুরেন্ট খাবার খাবো” এর পক্ষ থেকে লটারীর মাধ্যমে এলসিডি টিভি, মোবাইল সহ বিভিন্ন পুরুস্কার বিতরণ করে।
এই আয়োজনে প্রবাসীদের অংশ গ্রহনে মালয়েশিয়া প্রবাসীরা যেন খুঁজে পেয়েছে কুয়ালালামপুরের বুকে এক টুকরো বাংলাদেশ।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।