শাহাদাত হোসেন,
কুয়ালালামপুর :গত ১২ তারিখ মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিত বিনতাং’এ রসনা বিলাস রেস্টুরেন্টে ইউরো বিডি নিউজ অনলাইন এর দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
ইউরো বিডি নিউজ অনলাইন এর ২য় বর্ষপুর্তি মালয়েশিয়া প্রতিনিধি ও মাসিক ম্যাগাজিন বিচরণ এর নির্বাহী সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি মালয়েশিয়া প্রেস ক্লাবের সভাপতি এস.এম. রহমান পারভেজ, রসনা বিলাস রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধীকারী পেয়ার আহমেদ আকাশ, মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ী ছালেহ আহাম্মদ সাগর, মাসিক ম্যাগাজিন বিচরণ এর বিভাগীয় সম্পাদক ও আলোকিত বাংলা মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ সহ মালয়েশিয়ায় বাংলাদেশী বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাসিক ম্যাগাজিন বিচরণ ও রসনা বিলাস রেস্টুরেন্ট আয়োজনে খাবার পরিবেশন করা হয়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।