শীতকাল এলেই ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যেই চাঁদপুর-শরীয়তপুর নৌরূটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তখন দুইপাড়েই পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির লাইন দীর্ঘ হতে থাকে। গত এক সপ্তাহ যাবত এই ফেরি নৌরূটে ঘন কুয়াশার আবরণ থাকায় ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুই দিন কুয়াশার কারণে রাতের বেলায় কোনো ফেরি চলাচল করতে পারেনি। ফলে চাঁদপুর ও শরীয়তপুর প্রান্তে শত শত গাড়ির জট লেগে যায়।
সরেজমিন বৃহস্পতিবার সকালে দেখা গেছে, হরিণা ফেরিঘাট থেকে চান্দ্রা চৌরাস্তা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা জুড়ে গাড়ির দীর্ঘলাইন। ফেরি পারাপারের জন্য এসব যানবাহন অপেক্ষায় আটকে রয়েছে। এর মধ্যে অনেক গাড়ি চার দিন যাবত ফেরিঘাটে অপেক্ষা করছে বলে চালকরা জানান। এতে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডবিস্নউটিসি) হরিনা ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী জানান, কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দুদিন ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। এজন্যে গাড়িগুলো আটকা পড়ে। হরিণা ঘাটে চারশ’ এবং শরীয়তপুর ঘাটে প্রায় শতাধিক গাড়ি ফেরি পারাপারের জন্য আটকে আছে। তবে গাড়িগুলো পারাপারের জন্য আমাদের ৬টি ফেরি চালু রয়েছে। আশা করি চবি্বশ ঘন্টা ফেরি চলতে পারলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।