অভিজিত রায় ॥
কৃষিব্যাংক চাঁদপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপকদের বিদায়-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমাবার বিকেলে স্থানীয় রোটারিক্লাব মিলনায়নে বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিকৃবি কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ড. মোঃ শাহজাহান। তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর থেকেই আমি ব্যাংকের কর্মজীবন শুরু করি। এ জেলার সাথে আমার আত্মার আত্মীয়তা রয়েছে। এখান থেকেই অনেকের কাজ আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আপনারা সকলে প্রতিষ্ঠানের স্বার্থে নিজ উদ্দ্যোগে কাজ করবেন। এতে নিজে ও প্রতিষ্ঠান দুই লাভবান হবে। কাজের প্রতি নিজের সদিচ্ছা না থাকলে সামনে এগুনো যায় না। আমাদের সকলের বেতন ভাতা সরকার বাড়িয়ে তাই আমাদেরর আরো কর্তব্য পরায়ন হয়ে কাজ করতে হবে।
চাঁদপুর মুখ্য আঞ্চলিক শাখার নবাগত ব্যবস্থাপক মোঃ জহির ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদায় ব্যবস্থাপক মোঃ শহীদুল্লাহ।
চাঁদপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক সামীম আহমেদ খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুখ্য আঞ্চলিক কার্যালয়ের এসপিও মোঃ কামরুজ্জামান, চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ ইসমাইল মিয়া, মতলব শাখার ব্যবস্থাপক তসলিম চৌধুরী, বিদায়ী অতিথির উপর লেখা কবিতা পাঠ করেন চান্দ্রা বাজার শাখার ব্যবস্থাপক খান ই আজম। অনুষ্ঠানে চাঁদপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।