হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি খাস জমি ও কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তালণের অপরাধে ২টি পৃথক অভিযানে ড্রেজার মালিককে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁতে ও মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে একই ইউনিয়নের রামপুর গ্রামের মাঠে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া।
জানা গেছে, বৃহস্পতিবার ওই ইউনিয়নের কালচোঁ মাঠে সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিক মোস্তফা কামাল তপাদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ৮০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোস্তফা কামাল তপাদার ওই ইউনিয়নের প্যারাপুর গ্রামের মৃত আলহাজ্ব সৈয়দ আলী তপাদারের ছেলে।
অপর দিকে মঙ্গলবার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের কৃষি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে ৪০ শতক কৃষি জমিকে প্রায় দিঘীতে (পুকুর) পরিণত করায় আশু মজুমদার নামের এক ড্রেজার ও জমির মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া একলাখ টাকা জরিমানা করেন।
আশু মজুমদার ওই ইউনিয়নের রামপুর-নওহাটা গ্রামের মৃত রব মজুমদারের ছেলে। তার বিরুদ্ধে আবাদি কৃষি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করার অভিযোগ রয়েছে। এই দিন (মঙ্গলবার) ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরিমানা করেন। একই সময়ে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানায় একজনকে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক নগদ ৫’শ টাকা জরিমানা করা হয়।
এ দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া উপস্থিত লোকজনসহ স্থানীয় ও এলাকাবাসীকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের কানুনগো মো. লোকমান হোসেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে। এ সময় তিনি জনসাধারণকে অবৈধ ড্রেজার বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া উপস্থিত জনতাকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের কানুনগো মো. লোকমান হোসেন, থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
চাঁদপুর নিউজ/এমএমএ/