কেন্দ্রীয় যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরীর বাস ভবনে দূর্বৃত্তরা বোমা হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে চাঁদপুর জেলা যুবলীগ নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। আজ বুধবার দুপুরে চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়ার নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রফিুকল ইসলাম ভুঁইয়া, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি দলিল ভুঁইয়া, কচুয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান ও যুবলীগ নেতা অ্যাড. হেলাল, যুবলীগের যুগ্ম আহবায়ক জন্টু দাস, গাজী আব্দুল গনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, গত ৫ জানুয়ারী সোমবার রাতে কেন্দ্রীয় যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরীর ধানমন্ডি ৫নং রোডের বাসভবনে দূর্বৃত্তরা বোমা হামলা ও ভাংচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা যুবলীগ হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে স্মারকলিপি পেশ করে।
শিরোনাম:
বুধবার , ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।