মনিরুজ্জামান বাবলু
দুই দিন ধরে হাসপাতালে অচেতন অবস্থায় পরিচয়হীন ষাট উর্ধ্বো বছর বয়সী এক বৃদ্ধা। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে। দেখতে আসা উৎসুক জনতার প্রশ্নÑ কে তার অভিভাবক।
তবে এই বৃদ্ধার এতটুকু পর্যন্ত আসার পিছনে হাজীগঞ্জ বাজারের স্বপন নামের এক প্রবাসীর। স্বপন জানান, সোমবার বিকেলে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠের মাঝখানে পড়েছিল। মানুষজড়ো হয়ে দেখতেছে। তখন আমিও দেখতে যাই। গিয়ে দেখি মহিলার শরীর ঠান্ডা। পরে কম্বল কিনে দেই। সহযোগিতার জন্য পুলিশের কাছে সাহায্য চেয়েছি। কিন্তু মসজিদ মাঠে পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি। শেষে কয়েকজনে ধরে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
তিনি আরো বলেন, হাসপাতালে ওষুধ নেই। তাই বাহির থেকে ওষুধ কিনে দিয়েছি। ইসিজি করানো হয়েছে। আমি চাই এই মহিলা দ্রুত সুস্থ্য হয়ে উঠুক এবং তার অভিভাবকরা সাংবাদিকদের মাধ্যমে খবরটি পেয়ে ছুটে আসবেন।
হাসপাতালে শিশুর নিমোনিয়া নিয়ে আসা মুর্শিদা বেগম (৩০) বলেন,‘ সোমবার সন্ধ্যায় কয়েকজন পুরুষ এসে এই মহিলাকে ভর্তি করায়। এখনো অচেতন অবস্থায় রয়েছে। তবে সকাল থেকে ‘আল্লাহ’ কে ডেকেছেন একাধিকবার। কিন্তু কোন পরিচয় জিজ্ঞাসা করলে তিনি কোন কথা বলেনি।’
হাসপাতালের সেবিকা আয়শা আক্তার ও তাহমিনা আক্তার বলেন, সকালে মহিলার মুখ থেকে পান বের করা হয়েছে। উনি এখনো কথা বলতে পারেনি।
হাসপাতলের ডা. নাজমুস সাকিব বলেন, ইসিজি করেছি। এখন রক্ত ও প্র¯্রাব পরীক্ষা করানো দরকার। বড় ধরণের কোন রোগ নেই। ধারণা করা হচ্ছে পানের সাথে কেউ বিষক্রিয়া খাওয়ানো হতে পারে।
দুপুরে শিফটে দায়িত্বে থাকা ডা. মিজানুর রহমান বলেন, ইনজেকশন দিয়েছি। এখন স্যালাইন চলছে। জ্ঞান আছে। কোন কিছু বুঝা যাচ্ছে না।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী কর্মকর্তা (আর.এম.ও) সাইফুল ইসলাম বলেন. মঙ্গলবার মহিলার পরিস্থিতি দেখা হবে। বুধবার উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যোগাযোগ করুন-০১৮১৬০৬৩০৪১
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।