নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একটি ইংলিশ কোচিং সেন্টারের মালিক ও শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন এক শিক্ষার্থী।
সোমবার দুপুরে মামলা দায়ের করা হয়। পরে বিকেলে অভিযোগকারীকে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়।
শহরের চাষাঢ়া কলেজ রোড এলাকার লেন্স ইংলিশ কোচিং সেন্টারে গণধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় গণধর্ষণের অভিযোগে লেন্স ইংলিশ কোচিং সেন্টারের মালিক মোহাম্মদ শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে ঘটনাটি সন্দেহজনক মনে করায় পুলিশ শাহীনকে আটকের পর ছেড়ে দিয়ে পর্যবেক্ষণে রেখেছে।
মামলার বাদী ওই শিক্ষার্থী অভিযোগ করেন, গত ৫ জুলাই দুপুর ২টায় লেন্স ইংলিশ কোচিং সেন্টারে ভর্তি হতে যান। ভর্তি ফরম পূরণ করার কথা বলে কোচিং সেন্টারের মালিক শাহীন তাকে ভেতরের কক্ষে নিয়ে যান। এক পর্যায়ে কোচিং সেন্টারের গেটে তালা লাগিয়ে দেন তিনি। পরে তিনি ও অজ্ঞাত পরিচয় আরো দুজন প্রাণনাশের হুমকি দিয়ে তাকে গণধর্ষণ করে। বিকেল তিনটার দিকে তাকে কোচিং সেন্টার থেকে বের করে দেন ও ঘটনা কাউকে না জানানোর হুমকি দেয়।
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।