চাঁদপুর নিউজ রিপোর্ট
কোনো অপরাধ না করলেও মিথ্যা মামলা দিয়ে খোকা পেদা নামে হাইমচরের এক নিরীহ ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রতিহিংসাপরায়ণ হাইমচরের এক গডফাদারের ইঙ্গিতে হাইমচরের নিরীহ মানুষকে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। কথাগুলো বলেছেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া।
মোঃ শাহজাহান মিয়া জানান, হাইমচরের নদী সিকস্তি নিরীহ সহজ-সরল মানুষ খোকা পেদা। সে আমার একজন কর্মী এবং সবসময় আমার সাথে থাকে। সে ১৪ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আমার সাথে ঢাকায় অবস্থান করে। সে অপারেশনের রোগী এবং ডাক্তারী পরামর্শে পরীক্ষা করায়। ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে স্টিমারযোগে আমি ও খোকা পেদা একসাথে চাঁদপুর আসি। রাত পৌনে ১১টায় স্টিমার চাঁদপুর ঘাটে এসে পৌঁছে। এরপর খোকা পেদা বাড়ি চলে যায়। সে বাড়িতে যাওয়ার পরপরই রাত সাড়ে ১২টায় হাইমচর থানার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ, সে নাকি ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় মিয়ার বাজার এলাকায় চাঁদাবাজি করেছে। অথচ ওই সময় সে আমার সাথে স্টিমারে ছিলো। সে অত্যন্ত নিরীহ প্রকৃতির, কখনো কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত ছিলো না। অপরদিকে বাদীপক্ষের কোনো জাল বা নৌকা নেই। তারা মাদক ব্যবসার সাথে জড়িত। খোকা পেদা আমার কর্মী এবং আমার সাথে সবসময় থাকে বিধায় তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানো হচ্ছে। আমি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। বিনা অপরাধে আর যেনো কোনো মানুষকে আটক করা না হয় প্রশাসনের কাছে আমি এ দাবি জানাচ্ছি।