স্টাফ রিপোর্টার:
কোনো কারণ ছাড়াই ঢাকা- চাঁদপুর নৌ-রুটে নিয়মিত চলাচলকারী একটি যাত্রীবাহী লঞ্চের সময়সূচি বাতিল করেছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। লঞ্চটি চলাচল হঠাৎ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন এ রুটের যাতায়াতকারী ব্যবসায়ী, সরকারি, আধা-সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং যাত্রী সাধারণ। চাঁদপুর লঞ্চ ঘাটে লঞ্চ না পেয়ে চরম দুর্ভোগের শিকার শত শত যাত্রী। চাঁদপুর লঞ্চ টার্মিনাল ও নৌ বন্দর সূত্রে জানা যায়, কোরবানির ঈদের দিন থেকে নতুন সময়সূচির অনুমোদন নিয়ে মেসার্স রাকিব ওয়াটার ওয়েজ কোম্পানির এমভি আল বোরাক লঞ্চটি ঢাকা-চাঁদপুর নৌ রুটে নিয়মিত চলাচল করে আসছে। ফার্স্ট ট্রিপ হিসেবে লঞ্চটি চাঁদপুর ঘাট থেকে ভোর ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময়সূচি পেয়ে এখানকার ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি চাকুরিজীবীদের জন্যে অনেক সুবিধা হয়েছে। এ কারণে যাত্রীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু হঠাৎ করে এমভি আল-বোরাক লঞ্চের টাইম টেবিল বাতিল করায় রোববার বিকেল থেকে লঞ্চটি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডাব্লিউটিএ। লঞ্চ মালিক সমিতির সভাপতি সরকারের শীর্ষ পর্যায়ের লোক হওয়ায় তার মালিকানাধীন এমভি সোনারতরী লঞ্চের ব্যবসায়িক স্বার্থে কর্তৃপক্ষকে চাপের মধ্যে রেখে ওই লঞ্চটির সময়সূচি বাতিল করা হয়েছে বলে একটি সূত্র জানায়।
এ ব্যাপারে চাঁদপুর নৌ টার্মিনাল কর্মকর্তা ও বিআইডাব্লিউটিএ উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চের সময়সূচি আমাদের হেড অফিস নিয়ন্ত্রণ করে। কী কারণে লঞ্চটির সময়সূচি বাতিল করা হয়েছে আমি তা জানি না।
এমভি আল-বোরাক লঞ্চের পরিচালক আলহাজ্ব বেনজির আহমেদ জানিয়েছেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমাদের লঞ্চটি নিয়মিত যাতায়াত করছে। নির্দিষ্ট কারণ ছাড়াই আমাদের লঞ্চটি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কারণ দর্শানো নোটিস ব্যতীত লঞ্চের সময়সূচি বাতিল করা হয়। যাত্রীদের অসুবিধা ও দুর্ভোগের বিষয়টি চিন্তা করে পুনরায় যাতে লঞ্চটি চলাচল করতে পারে সেজন্যে আমরা আদালতের শরণাপন্ন হব।
এদিকে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট তমাল কুমার ঘোষ জানান, ব্যবসায়ীদের জন্য আল বোরাক লঞ্চের সময়সূচি খুবই পারফেক্ট। আমাদের ছোট-বড় ব্যবসায়ীরা সকাল সাড়ে নয়টার মধ্যে ঢাকা পেঁৗছে পণ্য ক্রয় করে সন্ধ্যায় এই লঞ্চে ফিরতে পারে। এতে ব্যবসায়ীদের জন্য খুবই সুবিধা হয়েছে। চাকুরিজীবীরাও অনেকে এ সময়সূচিতে আসা-যাওয়া করছে। লঞ্চটির হঠাৎ চলাচল বন্ধ করে দেয়ায় চাঁদপুরের ব্যবসায়ীরা ভীষণ অসুবিধায় পড়েছে। ব্যবসায়ীদের স্বার্থে আল-বোরাক লঞ্চের সময়সূচি যাতে বহাল রাখা হয় চাঁদপুর চেম্বারের পক্ষ থেকে বিষয়টি বিআইডাব্লিউটিএ চেয়ারম্যানকে অবহিত করা হবে।