স্টাফ রিপোর্টার
কোনো সতর্ক নোটিস ছাড়াই পালবাজার এলাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার পালবাজার এলাকার নতুনবাজার-পুরাণ সেতুর গোড়ায় অবস্থিত বেঙ্গল স্টোর, নিউ বস্ত্র বিতান, খান ট্রেডার্স ও সুদর্শন বস্ত্রালয় নামে চারটি কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। ব্যবসায়ীরা জনান, তাদের দোকান উচ্ছেদ ও দোকানের মালামাল সরানোর জন্য পূর্বাহ্নে কোনো প্রকার নোটিস তাদের কাছে প্রদান করা হয়নি। গতকাল হঠাৎ করেই ওই এলাকার একটি চক্র প্রভাব খাটিয়ে তাদের দোকানের মালামাল সরানের কথা বলে এবং উচ্ছেদ করার কথা বলে।
জানা যায়, আজীবনের জন্য পজেশন নেয়া বিগত ১৮ থেকে ২০ বছর যাবৎ এসব ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছে উচ্ছেদকৃত ব্যবসায়ীরা। এই ব্যবসা প্রতিষ্ঠানের ভিটার মালিকগণ হলেন সুবল পাল ও স্বপন পাল। তারা প্রায় ১০/১২ বছর পূর্বে ব্যবসায়ীদের অজান্তে এই জায়গা জনৈক প্রভাবশালী রাজনৈতিক নেতার কাছে বিক্রি করে দেন। যা নিয়ে দীর্ঘদিন যাবৎ ওই নেতা এবং ব্যবসায়ীদের মাঝে উচ্ছেদ মামলা চলে আসছে। সেই মামলা চলা অবস্থায়ই গতকাল স্থানীয় ওই চক্রটি নেতার দোহাই দিয়ে তাদেরকে হুমকি ধমকি প্রদর্শন করে এবং উচ্ছেদ চালায়। হঠাৎ উচ্ছেদ হওয়ায় দোকানের মালামাল নিয়ে বিপাকে এবং অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী ব্যবসায়ীগণ। অথচ এর পূর্বে ওই নেতা ব্যবসায়ীদের পরিবার পরিজনের কথা চিন্তা করে তাদেরকে ব্যবসা পরিচালনা করার আশ্বাস দিয়েছিলেন।