শাহরিয়ার খাঁন কৌশিক ॥ কোরবানির বজ্য থেকে পরিবেশ দূষন রক্ষায় পরিবেশ সংরক্ষন আন্দোলন চাঁদপুর পৌর কমিটি শহরের পুরানবাজারে বিভিন্ন স্থানে ব্লিচিং ছিটিয়ে ও বজ্য অপসারন করে ঈদের দিন পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালন করেছে। এদিন বিকেল ৩টায় থেকে ট্রাক রোড নতুন রাস্তায়, নিতাইগঞ্জ, মেরকাটিজ রোডসহ পাড়া মহল্লায় গিয়ে পরিবেশবাদি সদস্যরা রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কুরবানির বজ্যর উপর ব্লিচিং নিক্ষেপ করে এবং অপসরন কাজে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশবাদি ওই সংগঠনের উপদেষ্টা ফয়েজ আহমদ মন্টু, ব্যাংকার মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আশিকুর রহমান খাঁন। এছাড়া পরিচ্ছন্ন অভিযান কর্মসূচিতে আরো অংশ নেয় দপ্তর সম্পাদক আল আমিন, ৭নং ওয়ার্ড পরিবেশ সংরক্ষন আন্দোলনের সভাপতি রাছেল, ৩নং ওয়ার্ড সম্পাদক আমিনুল ইসলাম, ১নং ওয়ার্ডের হাসান সহ আরো অনেকে।
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।