বাংলাদেশে সবচেয়ে বেশি ফ্রিজের চাহিদা থাকে কোরবানী ঈদ উপলক্ষে। চাঁদপুরেও এর প্রভাব পড়েছে। এ বছর বিপুল পরিমাণে ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওভেন, প্রেসার কুকার ক্রয় করছেন ক্রেতারা। এজন্য ফ্রিজ বিক্রেতাদের ব্যস্ততা বেড়েছে অনেকাংশে।
চাঁদপুরের বিভিন্ন ইলেক্ট্রনিক্স কোম্পানীর শোরুম ঘুরে দেখা গেছে, উন্নত ও দামে সাশ্রয়ী দেশীয় তৈরি ফ্রিজের দিকেই ক্রেতারা ঝুঁকছে। চাঁদপুর শহরে কোরবানী ঈদকে সামনে রেখে ফ্রিজের শো-রুমগুলোতে দেশি-বিদেশী ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স কোম্পানীগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সরগরম হয়ে উঠেছে শহরের প্রধান প্রধান ফ্রিজের শোরুমগুলো। চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের ফ্রিজের শো-রুম গুলোতে সকাল থেকেই ক্রেতাদের আগমন ঘটছে। চাঁদপুর ওয়ালটন শো-রুমের ব্যবস্থাপকের সাথে কথা বলে জানা যায়, ক্রেতার চাহিদা পূরণ এবং গুণগত মান নিশ্চিত তাদের ফ্রিজ তৈরি কছে। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এ বছর রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আমাদের প্রতিদিন বড় কার্ভার গাড়ি যোগে ফ্রিজ আনা হচ্ছে। ষোল চাকার গাড়ি যোগে প্রতিদিন চাঁদপুরের শো-রুম ফ্রিজ আসে।
এছাড়াও চাঁদপুরে বহুল পরিচিত সিঙ্গার কোম্পানীর ফ্রিজের প্রতিও ক্রেতাদের আলাদা চাি দা রয়েছে। চাঁদপুর সিঙ্গার প¬াসের ব্যবস্থাপক জানান, চাঁদপুরে আমাদের সিঙ্গার কোম্পানীর পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। চাঁদপুরে ক্রেতাদেরা আমাদের কোম্পানীর পণ্যের প্রতি আগ্রহ অন্যরকম। তিনি আরো জানান, আমাদের সিঙ্গার কোম্পানি সর্বপ্রথম চাঁদপুরে ফ্রিজসহ সকল ইলেক্ট্রনিক্স সামগ্রী নিয়ে শো-রুম চালু করে। গত বছরের তুলনায় এবারো আমাদের ফ্রিজ, ডিপ ফ্রিজ বেশি বিক্রি হচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।