প্রতিনিধি
চাঁদপুর শহরের কোর্টস্টেশন প্লাটফর্মে আবারো ছিনতাইকারীদের দৌরাত্ব বেড়েছে। স্থানীয় কিছু বখাটে যুবক নেশার টাকা জোগাড় করতে গত ২/৩ দিন ধরে কোর্টস্টেশন রেলওয়ে প্লাটফর্মে ছিনতাই ও চুরির ঘটনা ঘটাচ্ছে। এসব যুবকরা সম্পূর্ণ ভাসমান। এর সঠিকভাবে বলতে পারবেনা কোথায় তাদের জন্মস্থান। আশ্রয়ণ প্রকল্পের রক্সি, পুরাণবাজারের ফয়সাল, ভবঘুরে মুন্নাসহ বেশ কিছু যুবক এই স্টেশনে সকাল থেকে ঘুরঘুর করতে থাকে। এরা সকালে পূর্বদিক থেকে চাঁদপুরে আসা ডেম্যু ট্রেন ও দুপুরের পর চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসা সাগরিকা ট্রেনের সময় এখানে বেশি ঘুরঘুর করতে দেখা যায়। এরা কৌশলে ট্রেন যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ছিনতাই করে নিয়ে থাকে। শুধু তাই নয়, স্টেশনে আসা যাত্রীদেরকে নানা ছলছুতায় ধরে নিয়ে মারধর করে টাকা পয়সা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় স্টেশনে আসা এক ব্যক্তিকে রক্সি, ফয়সাল, মুন্নাসহ কয়েক যুবক মারধর করে কাপড় চোপড় ছিঁড়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারী যুবকদের হাত থেকে রক্ষা পেতে ওই অজ্ঞাত ব্যক্তিটি ছেড়া কাপড় নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরা শুধু রেলওয়ে প্লাটফর্মে নয়, শহরের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটিয়ে থাকে। শুক্রবার দিবাগত রাত অনুমান ২টায় এই যুবকদেরকে চাঁদপুর মডেল থানা পুলিশ ধাওয়া করেছিলো।
ফয়সালের স্ত্রী আছমা ও মুন্নার স্ত্রী মিম দু’ জনেই দুরন্ধর ছিনতাইকারী ও পতিতা। এরা কোর্টস্টেশনে আসা ট্রেন যাত্রীদের টোপে ফেলে সর্বস্ব কেড়ে নেয়। বর্তমানে এই দু’ নারী এক মাসের সাঁজা নিয়ে জেল হাজতে রয়েছে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।