মানিক দাস
চাঁদপুর শহরের কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে, রেলওয়ে হকার্স মার্কেটের সামনে কে এই তরুণী রুনা। কি তার পেশা? এমন প্রশ্ন শহরবাসীর। রুনা নামের এক তরুণীর গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকায়। জানা যায়, ছোট বেলা থেকেই রুনা নানা অপকর্মের সাথে জড়িত। সে নিজেকে কখনো মুন্সির হাট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী অথবা ইন্টারমিডিয়েটের ছাত্রী বলে শহরে অপরিচিতদের কাছে বলে বেড়ায়। পেশায় সে দেহ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে রুনা শহরের সর্বত্র বিচরণ করে নানা অপকর্ম করে থাকে। সে চাঁদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে ও সন্ধ্যার পর ডাকাতিয়া নদীতে নৌকা যোগে অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। বহুরূপি রুনা চাঁদপুর শহরের রাজু নামের এক যুবকের স্ত্রী পরিচয় দিয়ে থাকে। রাজুর ভয়ে নাকি কেউ কিছু বলতে সাহস পায়না বলে রুনা সবাইকে বলে বেড়ায়। রুনা জানায়, রাজু নামের ওই যুবক তাকে খারাপ পথে নামিয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে। রাজু নামের যুবকের সাথে অনেক আগেই তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। গত কয়েক মাস পূর্বে রুনা এক ব্যক্তিকে তার ফাঁদে ফেলে কৌশলে ঐ ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও দামী মোবাইল ফোন নিয়ে যায়। অজ্ঞাত ব্যক্তিটি চাঁদপুর মডেল থানায় অভিযোগ দিলে এএসআই নন্দন সরকার ওই দিন সন্ধ্যায় কালীবাড়ি মোড় থেকে রুনা ও মোস্তফা নামের এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। দীর্ঘ প্রায় আড়াই মাস হাজত খেটে জামিনে বেরিয়ে এসে এখন সে আবার মানুষের সাথে নতুন কৌশলে প্রতারণা করছে। আর প্রতারণার কাজে বেশ কয়েকজন যুবক তার সাথে জড়িত। বর্তমানে রুনা কোর্ট স্টেশনে রেলওয়ে প্লাটফর্মে আর হকার্স মার্কেটের সামনে ঘুরঘুর করতে থাকে। সেখানে পুরুষদের বশ করে নিয়ে যায় বিভিন্ন খাবার হোটেলে অথবা ডাকাতিয়া নদীর পাড়ে। সেই স্থানে পূর্ব থেকেই রুনার সাথের যুবকরা ওৎপেতে থাকে। আর তখনই রুনার নেতৃত্বে অপরিচিত ব্যক্তির খোয়াতে হয় মোবাইল, নগদ অর্থ। খারাপ মেয়ের সাথে কথা বলতে গিয়ে এই ঘটনা চক্ষু লজ্জায় এই সব কথা ভুক্তভোগীরা প্রকাশ করতে পারছেনা। এই বহুরূপী তরুণীর বর্তমানে কাছের লোক প্রেসক্লাব সড়কের মঞ্জিলের ছেলে পিয়াস আর পুরাতণ আদালত পাড়ার মৃত চন্দনের ছেলে প্রান্ত, স্ট্যান্ড রোডের আব্দুল মান্নানের ছেলে আলআমিন। এছাড়াও নাম অজানা আরো ৪/৫ যুবক রয়েছে। রুনার এহেন কর্মকাণ্ডে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ধরণের প্রতারণার টাকা দিয়ে যুবকদের নিয়ে সন্ধ্যার পর ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণ করে ঘুমের ট্যাবলেট, ইয়াবাসহ রুনা নানা ধরণের নেশা করে থাকে। রুনার এহেন অত্যাচারে শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।