চাঁদপুর: চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার হিসেবে মাহফুজুল ইসলাম গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার তার কর্মস্থলে যোগদান করেন। সাবেক স্টেশন কমান্ডার বদরুদ্দোজা প্রশাসনিকভাবে রদবদল হলে হাতিয়া সন্দীপ থেকে মাহফুজুল ইসলাম চাঁদপুরে এসে যোগদান করেন। জানা যায়, তাঁর দেশের বাড়ি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে ৬ বছর পূর্বে নৌÑবাহিনীতে যোগদান করেন। তার দক্ষতা ও সফলতার কারণে তাকে কোস্টগার্ড স্টেশন কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়। দীর্ঘ ১০ মাস হাতিয়ায় কোস্টগার্ড স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্বরত অবস্থায় দক্ষতা ও নিষ্ঠার সহিত কাজ করে বেশ ক’টি সফলতা অর্জন করে। সেখানে কর্তব্যরত অবস্থায় প্রথম মিশনে ৩টি অস্ত্রসহ ১৫জন ডাকাত ও পরের মিশনে ৩টি অস্ত্রসহ ৫জন ডাকাতকে আটক করে। এছাড়া জলদস্যুদের হাত থেকে অসংখ্য জেলে ও মাছের ট্রলার উদ্ধার করে নিজের দক্ষতার পরিচয় দেয়। এ কারণে প্রশাসন তাকে পুরস্কৃত করার ঘোষণা দেন। চাঁদপুরে কোস্টগার্ড স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালনে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।