শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর মডেল থানার পুলিশের মাদক উদ্ধারে একের পর এক প্রসংসনীয় ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে। চাঁদপুর থেকে মাদক নিমুল করার ল্েয পুলিশ সুপার আমির জাফরের নির্দেশে ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা গাজা, ফেনসিডিল ও বিভিন্ন মাদক সহ আসামী গ্রেফতার করে কার্যকরী ভূমিকা পালন করছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মডেল থানার চৌকোস ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী সহকারী উপ-পরিদর্শক আহসানুরজ্জামান লাবুর নেতেৃত্বে এস.আই মহিউদ্দিন ও এ.এস.আই সেলিম সরদার সঙ্গীয় ফোর্স নিয়ে কোড়ালিয়া রোডে অভিযান চালিয়ে ফেন্সি মামুন কে গ্রেফতার করে। এসময় পুলিশ ফেন্সি মামুনের ঘর তল্লাশি চালিয়ে তার টয়লেটের পাইপ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেন্সি মামুন কে আটক করে থানায় নিয়ে আসার পর পুলিশ তার দেহ তল্লাশি চালালে এসময় পিছনের পকেট থেকে আরেক বোলত ফেনসিডিল উদ্ধার করে। জানা যায়, কোড়ালিয়া রোডের মৃত ডা: এম.এ অহেদের ছেলে মামুন বেপারী (৪৩) দীর্ঘদিন যাবত চাঁদপুরে ফেনসিডিল বিক্রি করে আসছে। সম্প্রতি ডিবি পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল সহ তাকে আটক করে জেলহাজতে প্রেরন করে। জেল থেকে বের হয়ে সে পুনরায় ফেনসিডিল ব্যবসা শুরু করে। চাঁদপুরে বেশ কিছু ডাক্তার রিপরেজিনটিপ ব্যবসায়ী ও রাজনীতিবীদ নেতাদের কাছে ফেনসিডিল সরবরাহ করে থাকে। সে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদক এনে এভাবে গোপনীয়ভাবে ফেনসিডিল বিক্রি করে আসছে। মডেল থানার এই চৌকোস পুলিশ অফিসার কৌশল খাটিয়ে তার কাছ থেকে ফেনসিডিল ক্রয় করে মাদক ব্যবসায়ী নিশ্চিত হয়ে অবশেষে তার বাড়িতে অভিযান চালায়। আটকৃর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।