স্টাফ রিপোর্টার:॥ কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে খাদ্য নিরাপত্তা ও জনসচেতনা মূলক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার সভাপতি বাবু জীবন কানাই চক্রবর্তী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেনের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জনাব এসএম নাজের হোসাইন ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি (ক্যাব) বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি তাঁর বক্তব্যে বলেন, না জানার কারনে আমরা অনেকেই খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন নই। অবশ্যই আমাদের খাদ্য নিরাপত্তা সম্পর্কে বেশী বেশী জানতে হবে। তিনি আরো বলেন, চাঁদপুরের লঞ্চ গুলো অনেকটাই ময়লা যুক্ত ও লঞ্চে বেশী ভাড়া আদায়ের অভিযোগ শুনতে পাওয়া যায়। এ বিষয়ে জনসচেতনতার মাধ্যমে লঞ্চ মালিক কর্তৃপক্ষকে দৃষ্টি দেওয়ার জন্য নিদের্শ দেওয়া হলো। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম তিনি তাঁর বক্তব্যে বলেন, কাঁচা খেজুরের রস, ডিম, দুধ খেলে শরীরের জন্য তা মারাত্মক ক্ষতিকর। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তিনি আরো বলেন, কৃমি রোগ নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই। মাত্র ৫ টাকার একটি ট্যাবলেট প্রতি ৬ মাস অন্তর অন্তর খেলেই এই রোগ হওয়ার আশংকা থেকে মুক্তি পাওয়া যায়। এসময় উন্মোক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উন্মোক্ত আলোচনায় অংশ নেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজনীন সুলতানা, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক চাঁদপুর মোঃ আছাদুল ইসলাম, মোঃ দ্বীন ইসলাম ইয়েস গ্রুপ, আব্দুল আজিজ দেওয়ান সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা হোটেল মালিক সমিতি, এসএম সাইফুদ্দিন জেলা সেনেটারী ইনপেক্টর, নীলা আক্তার সদর উপজেলা সেনেটারী ইনপেক্টর, সুভাষ চন্দ্র রায় জেলা খাদ্য নিয়ন্ত্রক চাঁদপুর, মোঃ শাহ জাহান চোকদার সদস্য জেলা (ক্যাব), মোঃ জাহিদুল ইসলাম পাটওয়ারী সদস্য (ক্যাব), মোঃ ছানাউল্লাহ সাংগঠনিক সম্পাদক চাঁদপুর জেলা (ক্যাব), সালাউদ্দিন আহমেদ হিডো চাঁদপুর, এসময় আরো উপস্থিত ছিলেন উম্মে হাবীবা মীরা নির্বাহী ম্যাজিষ্ট্রেট চাঁদপুর, শেখ মেজবাহ উল সাবেরিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট চাঁদপুর, মোঃ সাইদুর রহমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট চাঁদপুর, মোঃ মোরশেদুল ইসলাম নির্বাহী ম্যাজিষ্ট্রেট চাঁদপুর, মোঃ আরিফুল ইসলাম টিআইবি, রতœা আক্তার টিআইবি, মজিবুল ইসলাম বিজয় টিআইবি, আবু সালেহ টিআইবি, রাজন চন্দ্র দে টিআইবি, মোঃ মাঈনুল ইসলাম টিআইবি, সাংবাদিক অপু, সাংবাদিক অনিক, সাংবাদিক বাদল মজুমদার, সাংবাদিক নয়ন, নরেশ চন্দ্র দাস কৃষি অধিদপ্তর, সিএন সাইফুদ্দিন, মোঃ ফখরুল ইসলাম, কিসমত আরা সফি, রফিকুল ইসলাম, ইউসুফ মিয়া, আহছান উল্যাহ খান বাতেন, প্রমুখ। অনুষ্ঠান শেষে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় চাঁদপুরের জনবান্ধব জেলা প্রশাসক জনাব আব্দুস সবুর মন্ডল পিএএ- কে চাঁদপুর জেলা ক্যাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শিরোনাম:
বুধবার , ১৭ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।