শরীফুল ইসলাম ॥
চাঁদপুর স্টেডিয়ামে প্রতিদন্দীতা মূলক খেলায় নিজেদের ম্যাচে নাজির পাড়া ক্রিয়া চক্র বনাম ভাই ভাই স্পোটিং কাব উভয় দলই ভাল খেলেও ম্যাচ ড্র হয় । গতকাল ৩০ আগষ্ট শনিবার ক্রাউন সিমেন্ট ফুটবল লীগের ৮ম ম্যাচে বিকেল সোয়া ৪ টায় মুখোমুখি হয় নাজির পাড়া ক্রিয়া চক্র বনাম ভাই ভাই স্পোটিং কাব। খেলার শুরু থেকেই আক্রমন করে খেলতে থাকে নাজির পাড়া ক্রিয়া চক্র। খেলার প্রথম আর্ধের ৪৫ মিনিটে উভয় দলই দলকে জিতানোর জন্য গোল করার জন্য আপ্রান চেষ্টা চালায়, কিন্তু প্রথম আর্ধের খেলায় কোন দলই গোল করতে পারেনি প্রথম আর্ধের বাসি দেয় রেফারী। দ্বিতীয় আধের্র প্রথমে ভাই ভাই আক্রমন করে নাজির পাড়া ক্রিয়া চক্রকে । তারা একাদিকবার গোল করার সুজোগ পেয়েও নাজির পাড়া কাবের গোল কিপার ধীরতার সাথে তাদের আক্রমন প্রতিহত করে।দ্বিতীয় আর্ধের খেলার শূরু থেকে শেষ পর্যন্ত ভাই ভাই কাব পুরো মাঠে প্রভাব বিস্তার করে খেলে। নাজির পাড়াও গোল করার সুযোগ পায় কিন্তু কাজে লাগাতে পারেনী ।নাজির পাড়া কয়েকটি আক্রমন করে গোল করতে ব্যার্থ হয়। উত্তেজানামূলক খেলায় রেফারীর শেষ বাসি বেজে উঠে। এই নিয়ে ভাই ভাই কাবের তিনটি খেলার মধ্যে ১টি জয়ি ২টি ড্র, আর নাজির পাড়া ক্রিয়া চক্রের ২টি খেলার মধ্যে ১টি জয়ি ও ১টি ড্র।আজকের খেলায় অশং নিবে ব্রাদার্স ইউনিয়ন বনাম পূর্ব শ্রীরামদী ক্রিয়া চক্র।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।