স্টাফ রিপোর্টার ॥
ক্রাউন সিমেন্ট ফুটবল লীগের গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মোহামেডানকে ১-০ গোলে হারালো আবাহনী ক্রীড়াচক্র। এ জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুফ রানার্স আপ হয়ে আবাহনী ক্রীড়াচক্র সেমীফাইনালে পৌঁেছচে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় প্রতিক্ষিত আবাহনি ও মোহামডানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা প্রথম থেকেই আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে চলতে থাকে। খেলার প্রথমার্ধের ৩০ মিনিটে মোহামেডানের রক্ষনভাগের বিদেশি খেলোয়াড়ের সামান্য ভুলে আবাহনির স্ট্রাইকার জাহিদ চমৎকার প্লেসিং শর্টের মাধ্যমে গোল রক্ষককে পরাজিত করে দলকে এগিয়ে নেয়। এরপর গোল পরিশোধের জন্য মোহামেডানের খেলোয়াড়ারা মরিয়া হয়ে উঠে। প্রথমার্ধ শেষে ২য় অর্ধের শুরুথেকেই উভয় দল আক্রমন চালায়। একাধিক গোলের সুযোগ মিসের মাধ্যমে খেলার শেষ পর্যন্ত আবহনীর ৭ নম্বর জার্সিধারি খেলোয়াড় জাহিদের দেওয়া একমাত্র গোলেই খেলার ফলাফল নির্ধারিত হয়। গতকালকের খেলায় আবাহনীর জয়ের মাধ্যমে ৪ টি দল সেমীফানালের টিকেট নিশ্চিত করেছে। সেমীফাইনালে উঠা দলগুলো হলো পুরাণ বাজারের ভাই ভাই ষ্পোটিং কাব, বিষ্ণুদী ক্রীড়া চক্র, আবহনী ক্রীড়া চক্র ও পূর্ব শ্রীরামদী কাব। আগামী ১২ সেপ্টেম্বর বিকাল সারে ৩ টায় চাঁদপুর ষ্টেডিয়ামে প্রথম সেমীফাইনালে মুখোমুখি হবে পুরান বাজারের দুই ঐতিহ্যবাহী কাব ভাই ভাই ষ্পোটিং কাব ও পূর্ব শ্রীরামদী কাব। ১৩ সেপ্টেম্বর বিকাল সারে ৩ টায় ২য় সেমীফাইনালে মুখোমুখি হবে নতুন বাজারের দুই ঐতিহ্যবাহী কাব আবাহনী ক্রীড়া চক্র বনাম বিষ্ণুদী ক্রীড়া চক্র। আজকের খেলায় সেমীফাইনালে উঠার লড়াই না থাকলেও খেলার মাধ্যমে গ্রুফ পর্যায়ের ইতি টানা হবে। আজ বিষ্ণুদী ও পশ্চিম শ্রীরামদী কাবের মধ্যকার ম্যাচটি হবে অনেকটা মর্যাদার ম্যাচ। গতকালকের শক্তিশালি এ দু’দলের খেলা উপভোগ করতে ভিআইপি গ্যালারি ও সাধারন গ্যালারিতে বসে বিপুল সংখ্যক ফুটবল প্রেমি দর্শক খেলা উপভোগ করে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন গ্যালারী ও মাঠে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।