শরীফুল ইসলাম॥
চাঁদপুর স্টেডিয়ামে প্রতিদন্দীতা মূলক খেলায় নিজেদের প্রথম ম্যাচে বিষ্ণুদী কাব ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে। গতকাল ২৭ আগষ্ট বুধবার ক্রাউন সিমেন্ট ফুটবল লীগের ৫ম ম্যাচে বিকেল সোয়া ৪ টায় মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন বনাম বিষ্ণুদী কাব। খেলার শুরু থেকেই আক্রমন করে খেলতে থাকে বিষ্ণুদী কাব। খেলার প্রথম আর্ধের ২৪ মিনিটে দলের অধিনায়ক নাছিরকে ব্রাদাসের্র্র ডি বক্সের ভিতরে ফাউল করলে রেফারী পেনাল্টি শুটের বাসি দেয়। পেনাল্টি শুটে অধিনায়ক নাছির গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়আধের্র ৩৬ মিনিটে বিষ্ণুদী কাবের ডি বক্সের সামান্য বাহির থেকে ব্রাদার্স ইউনিয়নের ১০ নম্বর জার্সি পরা খেলোয়ার তুর্য চমৎকার ও দর্শনিয় একটি ফ্রীকিক করলে সেটি ভার পোস্টে লেগে ফিরে আসে। খেলার শূরু থেকে শেষ পর্যন্ত বিষ্ণুদী কাব পুরো মাঠে প্রভাব বিস্তার করে খেলে। তারা একাদিকবার গোল করার সুজোগ পেয়েও বিষ্ণুদী কাবের গোল কিপার ধীরতার সাথে তাদের আক্রমন প্রতিহত করে । ব্রাদার্স ইউনিয়নও কয়েকটি আক্রমন করে গোল করতে ব্যার্থ হয়। ব্রাদার্স ইউনিয়ন দুই জন এবং বিষ্ণুদী কাবে তিনজন বিদেশি খেলোয়ার নিয়ে দল গঠন করে। এই লীগে গতকালকের খেলাটী ছিল ব্রাদার্স ইউনিয়নের ২য় ম্যাচ ও বিষ্ণুদী কাবের প্রথম ম্যাচ। ইতি মধ্যে ব্রাদার্স ইউনিয়ন এই লীগে তাদের প্রথম খেলায় পুরান বাজার পশ্চিম শ্রীরামদী ক্রিরা চক্রের সাথে ১-০ গোলে জয় পায়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।