হাইমচর: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবির জনমত গঠনের লক্ষে হাইমচরে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের ১৮দলীয় জোট সমর্থিত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বিশাল মোটর সাইকেল ও গাড়িবহর নিয়ে পথসভা ও গণসংযোগ করেছেন।
৪ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায় হাইমচর উপজেলা বিএনপি আয়োজিত পূর্ব নির্ধারিত পথসভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রহসনমূলক রায় জনগণ মেনে নিবে না। সরকার বিএনপিকে দাবিয়ে রাখতে অন্যায়ভাবে তাঁকে ফাঁসির রায় দিয়েছে। যা বিচারের রায় ঘোষণার আগেই জনগণ জানতে পেরেছেন। সরকারের এহেন কর্মকা-ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে স্বোচ্চার হতে হবে। ক্ষমতালোভী আওয়ামী লীগ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের সব ষড়যন্ত্র বাংলার জনগণ প্রতিহত করবে। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত যে কোন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে আর ঘরে বসার সময় নেই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষায় সবাইকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তত্ত্বাবধায় পুনর্বহাল হলে আসন্ন নির্বাচনে বিএনপি তথা ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীকে ভোট প্রদানে অনুরোধ জানান শেখ ফরিদ আহমেদ মানিক। পথসভায় ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, সম্পাদক মোঃ খলিলুর রহমান গাজী, জেলা যুবদল সভাপতি মোঃ শাহজালাল মিশন, সহ-যুগ্ম সম্পাদক মোঃ সালাউদ্দিন সেলিম, সাংগঠনিক এম মোফাজ্জল চান্দু, হাইমচ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ পাটওয়ারী, সদস্য সচিব আমিন উল্লাহ বেপারী, যুগ্ম আহ্বায়ক ও উত্তর আলগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজহারুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক একেএম মহিবুল্লাহ, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামাল হোসেন বাচ্চু, ১নং গাজীপুর ইউপি সভাপতি মোঃ কালু মিয়া পেদা, সাধারণ সম্পাদক খোরশেদ মেম্বার, হাইমচর উপজেলা বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান শেখ, হেলাল উদ্দিন ঢাকু, সালাউদ্দিন, হাইমচর উপজেলা যুবদল আহ্বায়ক আজিজুল হক বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, যুগ্ম আহ্বায়ক মাসুদ পাটওয়ারী, মোঃ শওকত হোসেন লেয়াকত, জিয়া উদ্দিন বিশ্বাস, মোঃ মোশারফ হোসেন পাটওয়ারী, আলী আকবার টেলু, জেলা যুবদলের সহ-শিল্প বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন তালুকদার, জেলা যুবদলের সদস্য শিপন পাটওয়ারী, মিলন মেহনতী। হাইমচর উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আঃ মান্নান আখন, সাংগঠনিক সম্পাক মোহাম্মদ উল্লাহ কোতয়াল, উপজেলা ছাত্রদল নেতা মোঃ আরিফ কোতয়াল, শরীফ আহমেদ, মোঃ ফজলুর রহমান আকাশ, মমিনুল ইসলাম শামিম, নাজমুল, মোঃ হেলাল, ফয়সাল, মুনছুর ও সবুজ প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।