রিফাত কান্তি সেনঃ
যেতে নাহি দিতে চাই,তবু চলে যেতে দিতে হয়।
কেউ ই কোন যায়গায় চিরস্থায়ী নয়, একদিন সকলকে ই চলে যেতে হবে এটা ই বাস্তবতা।আর তাই কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ২০১৬ শিক্ষার্থীরা আবেগে আপ্লুত।
কান্নায় ভেঙ্গে পড়েন শিক্ষার্থীরা।উক্ত বিদায় অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক জনাব এ,এস,এম শোয়েব পাটোয়ারী সভাপতির দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সমরেন্দ্র মিত্র।এছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন -মুজ্জামেল হোসেন, আনোয়ার হোসেন,মিজানুর রহমান,সালাউদ্দিন পাটোয়ারী,জাহাঙ্গীর পাটোয়ারী,পঙ্কজ সারমা,এ,এস এম শোয়েব পাটোয়ারী,শিউলী দাস,শাহাদাত হোসেন, কড়ৈতলী জুবলী স: প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুলামিন।
এমদাদ হোসেন, চান্দ্রা ফাজিল মাদ্রাসার সহ- অধ্যক্ষ।এছাড়া এলাকার গন্যমান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন
নান্টু পাটোয়ারী,সালাম খাঁন সহ নাম না জানা আরো অনেকে।গনমাধ্যম কর্মীর মধ্যে কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,সুদিপ্ত চাঁদপুরের বিশেষ প্রতিনিধি রিফাত কান্তি সেন উপস্থিত ছিলেন।সভাপতির বক্তিতায় জনাব সমেরেন্দ্র মিত্র বিদ্যালয়ের উন্নয়নের নানা দিক তুলে ধরেন।তার সৃজনশীল বক্তিতায় ছেলেমেয়েদের পরীক্ষায় ভাল করার মূল মন্ত্র ফুটে উঠে।
এছাড়া রিফাত কান্তি সেন তার বক্তিতায় আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষাকে প্রাধান্য দেয়ার ব্যাপারে শিক্ষার্থীদের আহব্বান জানান।তিনি তার মটিভেশন বক্তিতায় বিশ্বের নানা সফল ব্যাক্তির মধ্যে জ্যাক মা,বিল গেটস,বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতাউর রহমান সহ নানা সফল ব্যাক্তির জীবনি তুলে ধরেন।
এসময় উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন শর্মিতা মিত্র,মাহবুব,ফারিয়া সহ আরো অনেকে।
প্রাক্তন ছাত্রদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,আলমগীর হোসেন, আমেরিকান প্রবাসী – মোঃ রাহুল,ফারুক হোসেন,ফয়সাল আহম্মেদ,নাদিম,রিপন সহ আরো অনেকে।