চাঁদপুর নিউজ রিপোট ===
ফরিদগঞ্জ উপজেলাধীন কড়ৈতলী কেএ আলিম মাদ্রাসায় ঘুষ বাণিজ্যের মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। আর এর খেসারত দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। অযোগ্য শিক্ষক নিয়োগ দেয়ার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধানত্দ নিয়েছে। মাদ্রাসার অভিভাবকদের পৰে জনৈক অভিভাবক এ সংক্রানত্দ অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেন বলে জানা গেছে।
জানা যায়, গত ৭ অক্টোবর এ মাদ্রাসার সহকারী মৌলভী পদে মোঃ হাসান ছগীর নামে এক ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়। তাকে নিয়োগ দেয়ার ৰেত্রে ব্যাপক অনিয়মের আশ্রয় নেয়া হয়। জানা গেছে, এ পদের বিপরীতে ৭ জন বৈধ আবেদনকারী হলেও সাৰাৎকার বোর্ডে নামেমাত্র তিন জনের কোরাম দেখানো হয়। এ তিনজনের মধ্য থেকে হাসান ছগীরকে নিয়োগ দেয়ার জন্যে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের বিনিময়ে মাদ্রাসার অধ্যৰ মোঃ রফিকুল ইসলামসহ গভর্নিং বডির আরো ক’জন তাকে আগাম প্রশ্ন জানিয়ে দেয়। এর ফলে তিনি ইন্টারভিউতে প্রথম হন। কিন্তু অভিভাবক মহল বিষয়টি মেনে নিতে পারেনি। এরপর মাদ্রাসা কর্তৃপৰ হাসান ছগীরকে ক্লাস করার নির্দেশ দেয়। কিন্তু কোনো ক্লাসেই তিনি ভালোভাবে পড়াতে না পারায় ছাত্র-ছাত্রীরা তার বিরুদ্ধে অবস্থান নেয়। ছাত্র-ছাত্রীরা এ শিৰককে প্রত্যাহার না করা পর্যনত্দ ক্লাস বর্জনের সিদ্ধানত্দ নেয়। এ ছাড়া আরো ক’জন শিৰক ও স্টাফকেও অবৈধভাবে ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে মাদ্রাসার অধ্যৰ ও গভর্নিং বডির ক’জনের বিরুদ্ধে।