প্রতিনিধি
চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় স্বামীর হাতে নিহত গৃহবধূর লাশ দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে তাকে দাফন করা হয়। হত্যার সাথে জড়িত নিহতের স্বামী মামলার আসামী ইকবাল গাজী পলাতক রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিএসআই প্রদীপ মজুমদারের সাথে আলাপকালে জানান, ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে গৃহবধূর লাশ হস্তান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার ভোরে কয়লাঘাট এলাকায় পাষণ্ড স্বামী ইকবাল গাজী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। এ ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কয়লাঘাট এলাকায় দর্জি বাড়িতে বসবাস করতেন।