ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা: কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সদ্য প্রয়াত পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খন্দকার ইব্রাহিম খালেদের স্মরণে শোকসভা করেছে ফরিদগঞ্জ নবীণ কচি-কাঁচার মেলা ।
বৃহষ্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরস্থ বর্ণমালা কিণ্ডারগার্টেনে মেলার শিশু সংগঠক জোবায়ের আলম জিসানের সভাপতিত্বে ও সংগঠক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন মেলার পরিচালক ফরিদ আহমেদ রিপন, যুগ্মসংগঠক নুরুন্নবী নোমান, সদস্য জাকির হোসেন সৈকত মামুন হোসাইন, শিশু যুগ্মসংগঠক জাবের আলম ঈশান ও শাহনাহ নবী আদ্রিতা।
আলোচনা শেষে মরহুমের আত্মায় শান্তি কামনায় মুনাজাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/