সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করা হয়েছে।
খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে গণমাধ্যমকে বলেন, জ্বর না হলেও কিছুদিন ধরে কাশি থাকায় সোমবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্যার (খন্দকার মাহবুব) কোভিড-১৯ টেস্ট করেন।
তিনি আরও জানান, বিকেলে রিপোর্ট পজেটিভ আসার পর সন্ধ্যায় ওই হাসপাতালের করোনা ইউনিটে স্যারকে ভর্তি করানো হয়। স্যারের অক্সিজেন লেভেল ভালো আছে, এক্সরে ও ব্লাড রিপোর্টও ভালো। এখন তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।