মতলব দক্ষিণ:
বহুল আলোচিত ও চাঞ্চল্যকর খবির হোসেন হত্যা মামলার প্রধান আসামীসহ এজাহারভুক্ত ৮জনই বর্তমানে জেলহাজতে রয়েছে। তবে ঘটনার প্রায় ৮ মাসেও গ্রেফতার হয়নি খবির হত্যাকাণ্ডের মূল হোতা এবং হুকুমের আসামী দুলাল দেওয়ান। এছাড়া এজাহারভুক্ত আসামী বাশারকেও গ্রেফতার করতে পারেনি মতলব থানা পুলিশ।
চাঁদপুর-২ আসনের এমপি এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম রফিকুল ইসলামের পিএস যুবলীগ নেতা খবিরকে হত্যার পর এ পর্যন্ত আটক হয়েছে হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাগর দেওয়ানসহ নজরুল, সাগর বেপারী, হেলাল, সোহেল সরকার, জুয়েল, মেহেদী দেওয়ান ও জড়িত সন্দেহে নূরুন্নবী। এদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের মধ্যে মামলার প্রধান আসামী সাগর দেওয়ান, নজরুল ও সাগর বেপারী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খবির হত্যাকাণ্ডের মূল হোতার নামসহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী।
তিনি জানান, খবির হত্যাকাণ্ডের প্রথম দিন রাতেই বাইশপুরের নজরুল নামে এক যুবককে আটক করা হয়। তাকে আটক করার পর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে খবির হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। খুলতে শুরু করে খবির হত্যার জট এবং পর্যায়ক্রমে গ্রেফতার হয় প্রধান আসামীসহ অন্যরা। মামলার এজাহারভুক্ত ৯জন আসামীর মধ্যে ৮জনকে গ্রেফতার করতে পারলেও বাসার নামে একজন পালাতক থাকায় এখনো তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে খবির হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় এমপির ভাতিজা দুলাল দেওয়ানের সম্পৃক্ততা রয়েছে এমন তথ্য বেরিয়ে আসার পর পরই দুলাল দেওয়ান আত্মগোপন করে। ঘটনার প্রায় ৭ মাস পর গত ১ মাস যাবৎ দুলাল দেওয়ানকে মতলব বাজারে প্রকাশ্যে ঘুরাফেরা করতে দেখা যায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, দুলাল দেওয়ান এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী নয়, তবে আটক আসামীদের মধ্যে তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুলাল দেওয়ানের নাম ও সম্পৃক্ততা রয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য দেয়া হয়েছে। তাকে কেনো আটক বা গ্রেফতার করা হচ্ছে না
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুলাল দেওয়ান হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়ে এসেছে এবং এ মামলার চার্জশীট না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার বা হয়রানি না করার জন্য বলা হয়েছে। এমন একটি কাগজ থানায় ও আদালতে জমা দিয়েছে বলেও তিনি জানান।
মামলার বাদী নিহত খবিরের বড় ভাই মোশারফ হোসেন প্রধান জানান, খবির হত্যাকাণ্ডের ঘটনায় দুলাল দেওয়ান তথ্য গোপন করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, খবির হত্যা মামলার চার্জশীট শীঘ্রই দেয়া হবে। চার্জশীটে অবশ্যই দুলাল দেওয়ানের নাম অন্তর্ভুক্ত হবে বলে তিনি নিশ্চিত করেন।