প্রতিনিধি=
ফরিদগঞ্জের ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের তালুকদার বাড়ির (অইল্লা মিজি বাড়ি) সদ্য কাতার ফেরৎ ফারুক তালুকদারের স্ত্রী তিন সন্তানের জননী জেসমিন বেগমের (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে।
সরজমিনে গিয়ে বাড়ির লোকজনের সাথে কথা হলে অনেকেই জানায়, তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিলো। যার কারণে তারা একই বাড়ির মৃত মফিজ তালুকদারের ভাড়াটিয়া ঘরে ভাড়া থাকতো।
বাড়ির লোকজন আরো জানায়, মৃত জেসমিন বেগম মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। এদিকে মৃত জেসমিনের ৩ সন্তান ফারজানা (৮), ইব্রাহিম (৭) ও সিয়াম (৫)-এর খোঁজ করলে তাদের সাংবাদিকের সামনে উপস্থিত হতে দেয়া হয়নি। ঘটনাস্থলে এ প্রতিনিধি গেলে মৃত জেসমিনের মামা বাবুল এ প্রতিনিধিকে জানান, আমার ভাগনিকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মৃত জেসমিন ভাওয়াল গ্রামের হুতার বাড়ির হাবু কন্ট্রাক্টরের মেয়ে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবদুল বাতেন খান জানান, বিষয়টি ফরিদগঞ্জ থানায় অবহিত করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেনি।