সাখাওয়াত হোসেন মিথুন
পরিকল্পীতভাবে খাদ্যে বিষ মিশিয়ে একই পরিবারের ৩ জনকে অচেতন করে নগদ টাকা ও স্বর্নলংকার সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে চোরের দল। গত ১৭ অক্টোবর গভীর রাতে ঘটনাটি ঘটে উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গাজী বাড়িতে। এই ঘটনায় গৃহকর্তা আবুল বাসার (৫৫), স্ত্রী নূর জাহান (৪৫) ও পুত্রবধু জান্নাত (২০) বিষক্রিয়ায় অচেতন হয়ে হাজীগঞ্জে একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
আবুল বাসারের আরেক পুত্রবধু পার্শ্ববর্তী ঘরের সাদিয়া জানান, এ দিন সন্ধ্যার কিছু পরে আমাদের বাড়ির সামনে একটি খড়ের গাদায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়ির সকল লোকেরা খড়ের গাদার আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ছুটে যায়। আমরা ধারনো করছি এ সময় ঐ ঘরের ভাত কিংবা তরকারীর সাথে নেশাদ্রব্য মিশিয়ে দেয়। রাত ৮টার কিছু পরে শ্বশুর শ্বাশুরী ও জা খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। রাত ৩ টা দিকে আমি ঘর থেকে বের হলে দেখি ঐ ঘরে সিদকাটা। এ ঘটনা দেখে আমি ডাক চিৎকার দিলে বাড়ির সকল মানুষ ছুটে আসলেও ঘরের লোকদের সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি সবাই অচেতন ও ঘরের মালামাল তছনছ করা। অচেতন অবস্থায় বাড়ির সবাই মিলে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।