অভিজিত রায় ॥
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় হতে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন আমাদের প্রস্তুত থাকতে হবে নেত্রী বেগম খালেদা জিয়া যখনই আন্দোলনের ডাক দেবে তখই আমরা রাজপথে হাজির হবো। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। তাই কেউ কারো অপেক্ষায় থাকবেন না। কেন্দ্রীয় সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করে দলের আন্দোলনকে বেগবান করতে হবে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার হোসেন মাঝির পরিচালানায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায় অ্যাড. সলিম উল্লা সেলিম, দেওয়ান মোঃ সফিকুজ্জামন, সেলমু সালাম, আনোয়ার হোসেন বাবলু, কাজী গোলাম মোস্তাফা, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান, স্বেচ্ছা সেবক দল আহবায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য-সচিব হযরত আলী ঢালী, জেলা ছাত্রদল আহবায়ক ফয়সাল গাজী বাহারসহ বিভিন্ন অংগসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।