অভিজিত রায় ॥
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষরযন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতার মামলা করার প্রতিবাদে জেলা জাতীয়তবাদী আইনজীবী ফোরাম জেলা জজ আদালত প্রাঙ্গণে বক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. কামাল উদ্দিন আহম্মেদ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এড. কামরুল ইসলাম, এড. জাহাঙ্গীর খান, এড. জাহাঙ্গীর আলম, এড. শাহজাহান মিয়া, বর্তমান সহ-সভাপতি আব্দুল্লাহিল বাকী, এড. আলম খান মঞ্জু। সাধারণ সম্পাদক এড. রফিকুল হাসান রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন এড. সেলিম উল্লা সেলিম, এড. হারুনুর রশিদ, এড. আবুল কালাম, এড. জাকির হোসেন ফয়সাল, এড.ফরদি আহমেদ রিপন, এড. আইয়ুব আী চৌধুরী, এড. মাসুদ প্রধানীয়া, এড. জসিম মেহেদী, এড. নাজিম উল্যা বাপ্পী, এড. ওমর ফারুক টিপু প্রমূখ।
সমাবেশে বক্তার বলেন বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় টিকে আছে। এ সরকার জিয়া পরিবারের রাজনীতিকে নিশ্চিন্ন করতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষরযন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে। বর্তমান বিচারপতি এ সরকারে কার্যক্রমকে অবৈধ বলেছেন। তিনি বলেছেন ৫ জানুয়ারীর নির্বাাচেন অবসরপ্রাপ্ত বিচারপতি স্বাক্ষর করেছেন তাই সরকার বৈধতা হারায়। আমার তিনবারে প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদোহিতার মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে সরকারের প্রতি এ মামলা প্রত্যাহারে দাবী জানাচ্ছি।