প্রেস নিউজঃ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল শুক্রবার সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
গত বছরের নভেম্বরে ঢাকা সফরে এসে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নিশা। ৫ জানুয়ারির নির্বাচনের পর নিশার এটাই প্রথম বাংলাদেশ সফর।
সার্ক শীর্ষ সম্মেলনে অন্যতম পর্যবেক্ষক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিশা নেপালের ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন থেকে ঢাকা এসেছেন। এর আগে ২০১৩ সালের নভেম্বরে ঢাকা সফর করেন তিনি। ওই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন নিশা।