বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বি এন পি নেত্রী বেগম খালেদা জিয়া রোববার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হচ্ছেন ৷ সাক্ষাতে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে বলবেন, তাঁর দল ভারত বিরোধী নয়৷
ঢাকার ভারতীয় উপ-দূতাবাস সূত্রের বরাত দিয়ে কলকাতার ‘আজকাল’ পত্রিকা জানিয়েছে, রোববারের বৈঠকে দু’দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বেগম খালেদা জিয়া। এসময় খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রীকে বলবেন, তাঁর দল ভারত বিরোধী নয়৷
পত্রিকাটি আরো জানিয়েছে, এ সময় তিনি স্হল সীমান্ত চুক্তির জন্য বাংলাদেশের মানুষের পক্ষ থেকে মোদিকে অসংখ্য ধন্যবাদ জানাবেন৷ এবং তিনি তিস্তা চুক্তির জন্য মোদিকে তাগাদা দেবেন। খালেদা জিয়া মোদিকে আরো বলবেন, এ নিয়ে আন্দোলন করা মানে ভারত বিরোধিতা নয়৷ বাংলাদেশের জনগণের স্বার্থেই তাঁর এই আন্দোলন৷
উল্লেখ্য, বি এন পি বাংলাদেশের বিরোধী দল নয়৷ তাই শুরু থেকে খালেদা- মোদির বৈঠকের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি৷ পরে খালেদার দল মোদির সঙ্গে বৈঠকের উদ্যোগ নিতে শুরু করে৷ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আসার কয়েক ঘণ্টা আগে সিদ্ধান্ত হয় খালেদা জিয়াকে সময় দেওয়া হবে৷ তবে এটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে গণ্য হবে৷
