শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খিলা বাজার স্কুল এন্ড কলেজের ২০১৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের উপলক্ষ্যে এক মিলাদ আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল মাঠে এ আয়োজন করা হয়। মিলাদ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ মমিন। অফিস সহকারী রফিকুল ইসলামের উপস্থাপনায় ও অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ঠ শিক্ষানুরাগী মোঃ ফারুক চৌধুরী, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার, ইউনিয়ন বঙ্গবুন্ধ পরিষদের সভাপতি আবু নাছের মোগল, উক্ত আলোচনায় অংশ নেন, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, আজহারুল হক মোগল, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ দুলাল হোসেন, সোহরাব হোসে, পিটিএ সভাপতি আবু তাহের মাষ্টার, প্রভাষক ইমরা হোসেন, আরিফুর রহমান, জসিম উদ্দিন, হাসান আহমেদ বাবুল, জানাযায় ৮৫ জন পরীক্ষার্থী এবার এস.এস.সি পরীক্ষা অংশ গ্রহন করবে। পরীক্ষার প্রাক্কালীন মিলাদ অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন আইরিন আক্তার ও কামরুন নাহার। পরীক্ষার্থীদের পক্ষে উম্মে সালমা আর অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে সিফাত-ই-নুসরাত তন্নী বক্তব্য রাখেন।
বক্তারা স্কুল এন্ড কলেজকে মিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নতির লক্ষ্যে অভিভাবকদের ঐক্যান্তিক সহযোগিতা কামনা করেন। ২০১৫ সালের জেএসসি পরীক্ষা বিদ্যালয় কেন্দ্রে গ্রহনের জন্য সকল চেষ্ঠা ও কলেজ শাখাকে ডিগ্রিতে উন্নিত করার আশ্বাস প্রদান করেন তারা এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।