মিজানুর রহমান রানা
ি
নিজ বসতঘরে নৃশংসভাবে খুন হওয়া মুক্তিযোদ্ধা নান্নু পাটওয়ারীর হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী ১২-১৩ বছরের শিশু উজ্জ্বল এখন পুলিশ হেফাজতে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উজ্জ্বলের মায়ের বর্ণনা মতে তার ছেলে উজ্জ্বল নান্নু পাটওয়ারী হত্যাকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদর্শী।
গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণে উজ্জ্বলের মায়ের সাথে কথা হয়। তার কাছ থেকে জানা গেছে তার ছেলে উজ্জ্বলকে অনেকদিন আগে নান্নু পাটওয়ারী তার কাছে নিয়ে যায়। তাদের বাড়ি সদর উপজেলার সাহেব বাজার এলাকার চাঁদপুর গ্রামে। উজ্জ্বলের পিতার নাম ইসমাইল। তারা হতদরিদ্র হওয়ায় নান্নু পাটওয়ারী উজ্জ্বলকে এনে তার কাছে রাখে। তাকে চাঁদপুর গণি স্কুলে ভর্তি করায় এবং তাকে একটি সাইকেল কিনে দেয়। ঘটনার রাতে অর্থাৎ যে রাতে নান্নু পাটওয়ারী খুন হয় সে রাতের শেষ দিকে উজ্জ্বল বাড়িতে গিয়ে তার মাকে দরজা খুলতে বলে। মা ঘুম থেকে জেগে দরজা খুলে দিলে সে ঘরে ঢুকে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার মা তাকে এমন অস্থিরতা করার কারণ এবং এতো রাতে কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করলে সে জানায়, নান্নু মামাকে ডাকাতরা ঘরে ঢুকে মেরে ফেলেছে। সে জানায়, তাকে ডাকাতরা ঘটনার সময় হাত-পা বেঁধে ফেলে রাখে। ডাকাতরা তাকে মেরে ফেলার ভয় দেখিয়েছে। অনেকক্ষণ পর তারা তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে অনেক দূরে এসে নামিয়ে দেয়। এরপর সে বাড়িতে চলে যায়।
এ দিকে গতকাল দুপুরে চাঁদপুর মডেল থানার এসআই আবু সাঈদসহ বেশ কিছু পুলিশ ও এপিবিএন উজ্জ্বলদের বাড়িতে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মডেল থানায় গিয়ে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সিনিয়র এএসপি শচীন চাকমা ও থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমও উপস্থিত ছিলেন। তবে এ তদন্তের স্বার্থে এবং তদন্তাধীন বিষয়ে এ ব্যাপারে কিছু বলা সম্ভব নয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।