আনিছুর রহমান সুজন :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, খেলধূলা মেধা ও শারিরিক কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই নিয়মিত প্রতিটি প্রতিষ্ঠানকে এসব ক্রীড়াচর্চা অব্যাহত রাখতে হবে। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ দিয়ে হলেও ফরিদগঞ্জে গ্যাস নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। তাছাড়া পৌর এলাকার নাগরিক সুবিধা ও চিত্ত বিনোদনের জন্য শিশু পার্ক, ষ্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া চলছে। আগামী শিক্ষা বর্ষের মধ্যে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় ও ফরিদগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়কে সরকারি করণ প্রক্রিয়া হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, শুধু ভাটিরগাঁও নয় পৌর এলাকার উন্নয়ন বঞ্চিত সব এলাকার গুলোর সড়ক, বিদ্যুৎসহ যাবতীয় উন্নয়ন করা হবে। গতকাল বুধবার বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ভাটিরগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার জয়নাল আবদিন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা কামাল, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন খান, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইসচেয়ারম্যান রিনা নাসরিন, উপজেলা শিক্ষা অফিসার মো: সিরাজুল ইসলাম বিশ্বাস , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক নুরুন্নবী নোমান , ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন রতন । এর আগে সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার হাত ফুলের তোড়া দিয়ে উপজেলা ওলামা দলের সভাপতি ও রামদাসেরবাগ সি.মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান খন্দকার আওয়ামীলীগের যোগদান করেন। #
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।