শরীফুল ইসলাম,
খেলতে গিয়ে আগুন দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই ভাই-বোনের। ঘটনাটি ঘটেছে শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। নিহত দু’ভাই বোন হলো : আফরিন (৯) ও আল আমিন (৩)। তাদের পিতা মো. আলমগীর সৌদি প্রবাসী। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দুই ভাই-বোনের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, আফরিন ও আল আমিন নামের দুই ভাই বোন শনিবার সকালে মায়ের সাথে পাশবর্তী মামা মাঈনুদ্দিনের বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়িতে মামা মাঈনুদ্দিনের আধাপাকা বাড়ির বার্নিসের কাজ চলছিল। এ সময় শিশু আফরিন ও আল আমিন খেলা করার সময় শনিবার দুপুর ১২টায় বার্নিসের উপকরণে ম্যাচ দিয়ে আগুন ধরায়। এতে তাদের শরীরের জামা-কাপড়ে আগুন ধরে গেলে তারা আহত হয়। পরে তাদের গুরুতর অবস্থায় চাঁদপুর সদর হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মশিউর রহমান বলেন, অগ্নিদগ্ধে আহত দুই ভাই-বোন শনিবার বিকেল সাড়ে ৩টায় মারা যায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।