চাঁদপুর প্রতিনিধি: খুন,গুম, সরকারি টাকা আত্মাসাৎ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সাংবাদিক দম্পত্তি সাগর রুনির হত্যাকান্ডের বিচার, আইন শৃঙখলার অবনতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর আলোকে গণফোরাম পরিষদ চাঁদপুর জেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় চাঁদপুর শহরের শপথ চত্ত্বরে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অ্যাড. সেলিম আকবর বলেন, এ সরকারে আমলে পদ্মা সেতু দূর্ণীতি, বিভিন্ন ব্যাংকের টাকা আত্মসাৎ দূর্ণীতি, শেয়ার কেলেংকারী, বিদ্যুতের মূল্য বৃদ্ধিসহ ব্যাপক অনিয়ম ও দূর্নীতিতে দেশের জনগণ আজ অতিষ্ঠ। এ সরকার নির্বাচন পূর্বে যে অঙ্গীকার করেছে তার কিছুই রক্ষা করেনি। এ সময় আরো বক্তব্য রাখেন, শহর গণফোরামের সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক বাসুদেব মজুমদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আনোয়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কুমার মজুমদার, মনিরুল ইসলাম গাজী, জেলা গণফোরামের সহ-সভাপতি রনজিৎ রায় চৌধুরী, খোকন পোদ্দার, জেলা শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক সহিদ বকাউল, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী আশ্রাফ বাবু প্রমূখ।
চাঁদপুর নিউজ সংবাদ