
চাঁদপুরে গতকাল ১৪ নভেম্বর কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। ফলে এদিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা শূন্য পর্যায়ে রয়েছে। আর এদিন সুস্থ্য হয়েছেন ৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪শ’ ৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩শ’ ২২ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরও জানা যায়, চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৮ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৭৪ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
নভেম্বরের শুরুতে চাঁদপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশী হলেও গতকালের রিপোর্টে করোনা রোগীর সংখ্যা শূন্যর কোটায় নেমে আসে। নভেম্বরের ১ তারিখ করোনা রোগীর সংখ্যা ছিলো ১৬ জন, ২ নভেম্বর ১৩ জন, ৩ নভেম্বর ৮জন, ৪ নভেম্বর ৭ জন, ৫ নভেম্বর ৬ জন, ৬ নভেম্বর ৭ জন, ৮ নভেম্বর ৮ জন, ৯ নভেম্বর ৬ জন, ১০ নভেম্বর ৫ জন, ১১ নভেম্বর ২ জন, ১২ নভেম্বর ৪ জন, ১৩ নভেম্বর ৫ জন করোনা রোগী সন্ধান মিলে চাঁদপুর জেলা।
৭ নভেম্বর ছিলো করোনা শনাক্তের দিক থেকে সারাদেশে একটি ব্যতিক্রমী দিন। এ দিন দেশের কোথাও করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। করোনা প্রতিরোধে প্রশাসনের কঠোরতা আর সাধারণ মানুষের মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বৃদ্ধি পেলে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পরে বলে অভিজ্ঞ মহল মনে করেন।