চাঁদপুর: মতলব পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী আওলাদ হোসেন লিটন বলেছেন, গত ৫বছর আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। মতলব পৌরসভার উন্নয়ন করার জন্য আমার আপ্রাণ চেষ্টা ছিলো। কিন্তু নির্বাচনে বিএনপি’র প্রার্থী মাঠে গিয়ে তাদের অবস্থান স্পষ্ট হওয়ার কারণে নির্বাচনের পূর্বেই মাঠ থেকে সড়ে দাঁড়িয়েছেন। কারণ হচ্ছে মহামারী করোনার সময় ওই প্রার্থী ও তার দল জনগণের পাশে ছিলেন না। যার কারণে সাধারণ মানুষ এখন আর তাদের সাথে নেই।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় পৌরসভার ৬নম্বর ওয়ার্ড মুন্সিরহাট এলাকায় হাজড়া বাড়ীতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, মতলব পৌরসভার উন্নয়নে অনেক পরিকল্পনা করা হয়েছে। আমাকে আপনারা আবারও সেবা করার সুযোগ দিলে চলমান উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবো। বিশেষ করে পৌরবাসীর সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ড কমিশনারদের জন্য অফিস তৈরী করা হবে। যাতে করে আপনাদের সমস্যার কথা খুব নিকটে এসে কাউন্সিলরদের কাছে এসে বলতে পারেন। পৌর এলাকায় একটি আধুনিক মার্কেট নির্মাণ করা হবে। এছাড়াও পৌরবাসীর সুবিধার জন্য সরকারের সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, এবারের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। তাই কেউ কারো ভোট দিতে পারবে না। নির্বাচনের দিন আপনারা সকলে ভোট কেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারবেন। আমি আশা করি আপনারা উন্নয়নের মার্কা নৌকাকে বিজয়ী করবেন ইনশা আল্লাহ। আমি আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান হাজরার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মতলব উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম, প্রবীন আওয়ামী লীগ নেতা লেয়াকত হোসেন লিয়াকত, চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন কান শামীম প্রমূখ।
উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/