মতলব উত্তর প্রতিনিধি :চাঁদপুরের মতলব উত্তরে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পূষ্পার্ঘ অর্পণ, র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদযাপন করছে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ এবং ছেংগারচর ডিগ্রি কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
রোববার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম. রফিকুল ইসলাম ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মতলব উত্তর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বের হয় শিশু-কিশোর র্যালি। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। এসময় শোগানে শোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।
মতলব উত্তর উপজেলা প্রশাসন সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। ইউএনও আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মোঃ আইয়ূব আলী গাজী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, মতলব উত্তর থানার ওসি খান মোঃ এরফান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ওয়াহিদ মোঃ সালেহ, সহকারী শিক্ষা অফিসার আবদুস সালাম।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ খালিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহীদউল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নিজামউদ্দিন রাঢ়ী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার মোঃ বশিরুল আলম ভূঁইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাম বোরহান উদ্দিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) সফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম লস্কর, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক, গজরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেলিম মিয়া পৌর ছাত্রলীগ নেতা মামুন পাটোয়ারী মিঠু, পৌর যুবলীগ নেতা নাজমুল খান, সাহদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এম. রফিকুল ইসলাম এমপি বলেন, আজকের শিশুদের বঙ্গবন্ধুর গৌরবোজ্জল জীবন ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক সুতায় গাঁথা। আমরা বিশ্বাস করি শিশুরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। এ জন্য জাতিসংঘ শিশু সনদ বাস্তবায়নের ১০ বছর আগেই বঙ্গবন্ধু শিশু আইন করেছিলেন। জাতির পিতার মতো প্রত্যেকটি শিশুকে ভোগ নয়, ত্যাগের আদর্শে জীবন গঠন করতে হবে।
তিনি আরো বলেন, সুমহান মুক্তিযুদ্ধের সময় তোমাদের মতো শিশুদের যারা হত্যা করেছিল, নারী ধর্ষণ করেছিল, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, সেসব যুদ্ধাপরাধীর বিচার এ দেশের মাটিতে হবেই। আমরা জাতির কাছে ওয়াদা করেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব, সেই প্রক্রিযঅ চলছে।