চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর জেলা ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও ৪০ পিচ ইয়াবাসহ স্বামী এবং স্ত্রীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সিরাজুল ইসলাম হাজীগঞ্জ এলাকার রেলক্রসিং এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেন। আটককৃতরা হলো : পটুয়াখালী সদর উপজেলার ১নং ওয়ার্ডের বল্লবপুরের আইয়ুব আলী মাতব্বরের ছেলে সুলতান মাতাব্বর (২৮) ও তার স্ত্রী মনি আক্তার (২২)। অপরদিকে জেলা ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান সোমবার রাতে তালতলা পাটওয়ারী বাড়ির সামনে থেকে রিয়াল পাটওয়ারী ( ৩২) ও খোকন গাজী (৩৮) কে ইয়াবা বিক্রিকালে ৪০ পিচ ইয়াবাসহ আটক করে। ডিবি পুলিশ মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ রেলক্রসিং এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বোগদাদ বাসে অভিযান চালায়। এ সময় মনি ও সুলতানের বহনকৃত ব্যাগে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়।